মৌমাছি ফুলের গাছি কত কষ্ট করে
দূর দূর উড়ে যায় ঝোপ ঝাড় ফুল
আহরণে পরে থাকা ফুল মধু তরে
তিলে তিলে গড়ে তুলে মধু রসে কুল।
তবুও থাকেনা তার কষ্টের ফসল
বিধাতার অনুরনে অন্যে সুধা পান
ভাঙ্গা গড়া ক্ষণ কাটে মৌমাছি সকল
অবিরাম ছুটে চলা মধু আহরণ।

পরের উপকারে যে সদা ব্যস্ত থাকে
সময় সুযোগে করি বাস্তু হারা সবে
তবুও ক্লান্তি ছাড়াই পাশে রবে ভবে
আবার বাঁধে বসতি কত শত ঝাঁকে।
আল্লাহর সৃষ্টির এ মৌমাছির মধু
সব রোগের ওষুধ খেতে হয় শুধু।