কন্যা মানেই সহজ সরল
মেয়ে মানেই কঠিন!
শক্তের তরে বিড়াল সেজে
নরমে বাজায় বীণ।
রকম রকম হরেক রকম
চিনতে বড় দায়,
ঘরের ভিতর দুই রুপেও
বাইরে অসহায়!
সময় ক্ষণের ভিন্ন রূপে
চোখের ভাবে চিত্র,
আপন পর ভবের মায়ায়
মাঝের সময় মিত্র।
মায়ের হাসি বোনের খুশি
নানী দাদীর বেশ,
সরল মনের কঠিন রুপেই
প্রেমের ডেরা শেষ।
এপিঠ ওপিঠ আছে বলেই
বোঝা বড় দায়,
সুবোধ জ্ঞানে জগত মাঝে
তাদের দিবো সায়।