সেই কবে তুমি দেখেছিলে বল আট শত পাতা
পুরোনো পাতায় ডুব দিয়েছে আমার মাথা ব্যথা
তোমায় হয়তো চিনবে না কেউ নতুন শুরু যার
জানবে না কেউ ফিরে না আসলে তোমার সমাচার।
অজিতেশ নাগ তুমি কবি কবিতার সাহিত্য মুকুল
পাইনি তোমায় হাতের নাগালে দিতে একটি ফুল
দেখিনি তোমায় কষ্ট মনে, আফসোসে কাটে ক্ষন
রবী নজরুল অমর হয়েছে তোমারও তা প্রয়োজন!
রকমের ছড়াছড়ি কাব্য শুধায় মন ভিজলো আজ
হাজার কবির পাঠক বনেছি হয়েছি কাব্য বাজ
তবুও শুধাই তুমি কোথায়? ফিরবে কবে বলো ?
ফেরার ইচ্ছা মনে নাই'বা হলে আমায় নিয়ে চলো।