অবাক জ্যোৎস্নাপান মধু পূর্ণিমায়
রাত্রি ক্যাননের ত্বরা মনের ধরায়,
হরিণী চোখ পলকে মায়াবিনী এই
লোকালয় শূন্য মন তুমি পাশে নেই।
নেহাত চেয়ে থাকায় কল্প কথা বলি
হাতছানি ডাকে বুঝি একা পথ চলি,
মনের ধারায় ডাকি শুনতে কি পাও
অবাক জ্যোৎস্নাপানে তুমি কাছে নাও।

প্রেমের ত্বরায় ভাসি বলি কথা মনে
ঝি ঝি শব্দ ভাসে সেই শুনি তার সনে,
পরিপূর্ণ হেসে ভাসে হিংসা মনে ক্ষণ
কাছে নাই ব্যথা তাই চাই প্রিয়জন,
এই ধরণীর তলে এই আছি একা
জ্যোৎস্নাপানের মাঝে চাই তার দেখা।


# আপনাদের কাছে দোয়া কামনায় আমি মোঃ নাজমুল হাসান, এই বছর বই মেলায় যৌথ ভাবে "অবাক জ্যোৎস্নাপান" নামে একটি কবিতার বই প্রকাশ পাচ্ছে। যদিও এই কবিতাটি উক্ত বইয়ের মাঝে নেই তবে বাংলার প্রকাশনের স্টল নং ৩৩৭-৩৩৮ আশার এবং সামনে এগিয়ে যেতে উৎসাহ প্রদানের জন্য অপেক্ষমাণ। #