আসরের প্রিয় কবি # বিমল মণ্ডল #
আপনার মন্তব্য টি নিচে তুলে ধরলাম
"সব কবিতা কি মন মুগ্ধকর"? আলোচনা ও সমালোচনা এবং কবিতা নিয়ে ভাবলে ভালো।
"শুধু এইভাবে প্রশংসা করলে কবিতার বিষয় ঢাকা পড়ে যাবে। তাই চাই সুন্দর আলোচনা।"
আমি ঠিক আলোচনায় অভ্যস্ত নই, সমালোচনা সেটা কোন ভাবেই সম্ভব না । তবে অন্যের কবিতা পাঠ করা বা মন্তব্য করতে ভালো লাগে। আসরে অনেক গুনি কবি, লেখক আছেন এবং খুব ভালো কবিতা লেখেন তবে তাদের কবিতায় তেমন মন্তব্য আসে না। এ নিয়ে আমার মাথা ব্যথা নেই মাথা ব্যথা হল কিছু কবির লেখা হয়তো সাধু ও চলিত ভাষার মিশ্রণ, কাব্য ভাবের রসহীন ছন্দ বা নতুন ভাষার উৎপত্তি হয়, এসব কবিতার কিছু ভালো লাগে কিছু ভালো লাগে ও না । যদি তাদের মন্তব্যের মধ্য দিয়ে উৎসাহিত করে ভুল করা থেকে বিরত রাখা যায় বা উপদেশ দিয়ে সঠিক পথ দেখিয়ে দেওয়া যায় এটা আমার মিনতি রইলো। আমি কবি দাবি করার মত কবিতা হয়তো এখনো লিখতে পারিনা, আমরাও ভুল হয়। কখনো টাইপিং ভুল, কখনো জানার ভুল বা কখনো বোঝার ভুল
আজ আমার প্রকাশিত কবিতা " ভালবাসার মাঝেও শূন্যতা" অনেকের ভালো লেগেছে বা অনেকের ভালো লাগে নি। এখানে ভালো লাগা একান্ত পাঠকের নিজের ব্যাপার তবে ভালো কবিতা অবশ্যই কবির সার্থকতা। আমার কবিতায় বোঝাতে চেয়েছি একজন
মানুষ যখন সব থাকার পরও কষ্ট অনুভব করে এবং সেই কষ্টগুলো বলার কেউ না থাকে তখন নিজেকে খুব একাকী মনে হয়।
সব কবিতা কি মন মুগ্ধকর?
আসরের প্রিয় কবিদের কাছে আমার এই প্রশ্ন রইলো, আমি উত্তরের অপেক্ষায়। আজকের প্রকাশিত কবিতাটি নিচে দেওয়া হল
ভালবাসার মাঝেও শূন্যতা
- এম নাজমুল হাসান
সাদা কালো মেঘটা ভালোই লাগছে
চাঁদের আলোর সাথে লুকোচুরি খেলছে
গহীন রাত্রিতে আমি একাকী বসে আছি
বুকের মাঝে যে মৃদু কান্না ছিল
এখন হয়তো কমতে শুরু করেছে
হয়তো চাঁদ! চোখের জল মুছে দিয়েছে
আজ আমি সবার থেকে আলাদা
কথাগুলো শোনার কেউ নেই এখন
ঘুম, ঘুম আর এখন রাতে আসে না
খালি পেটেও এখন লাগে না পিপাসা
আমার সব কিছুই যেন ভুলের মাঝে
জগৎ মাঝে এখন সবাই নতুন সাজে
এসেছিলাম চাঁদের সাথে কথা বলবো
মনের আবেগ, কষ্টের অনুভূতি বোঝাবো
মেঘের ভেলায় খেই হারিয়ে ফেললাম
ওর কষ্ট গুলো মনে হল আমার থেকে বেশি
তবুও ভালো অনুভূতি নেই বলার
বেদনা নেই আমার মত চলার
আমার সব আছে! সবাই আপন জন
তবুও একাকিত্ত কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত
ভালবাসার সবটুকু পেলেও শূন্যতা বিরাজমান
বিভীষিকাময় চাহিদার অন্তরালে ডুবে আছি
হয়তো জীবনটা এমনই হবে সাদা ও কালো