পিপীলিকা বলে ফড়িং
উড়তে আমি চাই,
তোমার মত ডানা বল
আমার কেন নাই।
ফড়িং বলে ভালো আছো
লুকাও নিজের ঘরে,
পাখিরা যখন খেতে আসে
পালাই কার তরে ?
এমন কেন বল তুমি ?
ইচ্ছে আমার খুব,
উড়তে হবে তেপান্তরে
দেখবো সকল রূপ।
পিপীলিকা তুমি বোকা
লোভে চেওনা ডানা,
পদে পদে হরেক বিপদ
উড়তে তোমার মানা।
কষ্ট দিলে ফড়িং তুমি!
তবুও আবার এসো,
তোমার জন্য ঘর বানাবো
একটু দেখে হেসো।