ভুল হয়েছে ভুল করেছি
ক্ষমার আশায় থাকি,
ভুলের কারন নেইতো জানা
ক্ষমা পেলাম বাকী।

রাগ করেছে প্রিয় মানুষ
থাকে অনেক দুরে,
ডাকলে আবার ধমক দিবে
ক্লান্ত পিছে ঘুরে।

আর কতদিন চলবে এমন
অভিমানের বায়না,
হাসি মুখের মনের মানুষ
রাগটি কেন যায়না?