বৃষ্টি ঝরুক বাইরে খুব
ঝুল বারান্দার পর,
মনের তরে বইছে নদী
মেঘ উদাসীর ঘর।
জমিন বুঝি ভিজবে খুব
সোঁদা গন্ধে কাদা,
বুকের কাঁপন থর থরেতে
খানিক ভিজে রাধা।
মন ভিজলো ব্যথার জলে
চোখের কোনে দাগ
তাল বাহানা করছে মেঘে
আকাশ বুঝি রাগ।
আমি পাগল মাতাল হয়ে
ছুটবো কোথায় বলো
ভারী বর্ষণ আসলে পরে
বলবো রাধা চলো।
কবিতাটি কবি আনিচা মরিয়ম জ্যোতিকে উৎসর্গ করলাম।
এই কবিতা আসরে নবাগত কবি আনিচা মরিয়ম জ্যোতি এর কবিতা "বৃষ্টি হয়ে এসো হে" মন্তব্যের ঘরে তার লিখেছিলাম।