সকালটা যেন আলসেমিতে ধরেছিল
ঘুম ভাঙ্গতেই দেখি সময়ের কাটা অনেক দূরে
থেমে থাকেনি তবে আমার সব কাজ !
একে একে সব কিছুই গেলো সরে ।
ভীষণ রাগ হল আমার
কারণটা ঠিক জানা নেই এখন
যোগাযোগের মাধ্যম গুলি ব্যস্ততায় ভরপুর
হতাশার মাঝে কি যেন জানতে চায় মন ।
এমন সময় দেখতে পেলাম কেউ
পুরনোর স্মৃতি নিয়ে সাথে
অচেনার হয়ে যাওয়ায় থমকে গেলাম
তবুও ফিরে দেখা তার হাতে ।
প্রচণ্ড রাগে তখন বিচলিত
শোনার ইচ্ছেটাও হয়ে গেল অভিমান
যদিও ভুলের শুরুটা ছিল আমার-ই
ফিরে গেল চিরতরে পেয়ে অপমান।