ভাবছি কবি হবো লিখে কবিতা
পাঠক কোথায় পাবো তাই বাদ,
ভাবলাম লেখক হয়ে যাই এবার
উপন্যাস গল্পেতে শুধুই অপবাদ!
থাক ওসব এবার প্রকাশক হব
কিন্তু কি, কে দেবে গ্রন্থ ছাপাতে?
স্বপ্নের কাছে আমার সাহিত্যের
অকাল মৃত্যু হবে কি নব প্রভাতে!
তবেইতো বনে গেছি পাঠক এই
লেখক ঠকাতে মন্তব্য শুধু করি,
বাহ্ বাহ্ দিয়ে যাই ইচ্ছে মত সব
মূর্খতায় ভুলকে আপন করে ধরি।