বন্ধ হয়ে যাওয়া কিছু বিজ্ঞাপনে আমার চোখ চলে যায়
যেখানটায় কিছু শিখতে পারি, হয়তোবা ভালো কি মন্দ
অনাদরে বন্ধ হয়ে যাওয়া কারখানার বিজ্ঞাপন চিত্রপট
ভালোর তরে বিষ মেশানো ভোক্তার করুন ঐ দৃশ্যপট।

এমন দৃশ্যপট কালের আবর্তে প্রতিটি মহানায়কের টুটি
বিজ্ঞাপনের অপরিশোধিত অর্থ ঋণে মাথার উপর ঝুঁটি
উইয়ের মত পরের ঘরে বাসা বাঁধা জঘন্য নীতি পোকা
নীতির বাহক সেজে বিজ্ঞাপনকে স্বল্পদৈর্ঘে দিচ্ছে ধোঁকা।


(উইয়ের > উই পোকার)