তোমাতেই বোঝা ছিল দায়
ভালবাসা কেমন হয়!
হৃদয় আরতি আরাধনা ঐ
নিহিত ছিল সমন্বয়।
দেওয়ার পূর্ণতা শুধুই তুমি
আনা গোনায় শুভ্রতা,
সজ্জা'র ভিড়ে দৃষ্টি অটুট
রাত্রি মাঝে নীরবতা।
একাল সেকাল যুগে নেই
শুধুই ভালোবাসায়,
হাসির তরে ভাসিয়ে যায়
দুঃখ এসে কাঁদায়।
এই ধরাধামে চিত্র খুঁজি
শ্রাবণ ধারা বৃষ্টি,
বসন্ত কোকিল গান গেয়ে
ফেরায়'না যে দৃষ্টি।