বাবার কথা গুলো খুব কষ্ট দিয়েছে মনে
সন্দেহ টা মায়ের হয়নি একটুও কম,
ঘরের মাঝে কানাঘুষা অবিরত
ফুরসত পেলাম না ফেলতে দম।

একটি মেয়ে আমার রুমের ভিতর
কে ? প্রশ্ন মনে, আমি কিছুই জানি না !
অপহরণ করেছে কে ? নাকি ভিন্ন কিছু
কি করে বলব! আমি তার ঠিকানা ?

কোন প্রশ্নের উত্তর মেলে'নি
শুধু কাগজে লিখেছে হয়েছে অপহরণ,
পোষাকে তার শালীনতার শাড়ী
মনের মাঝে করল নিমিষেই বিচরণ।

বাইরে চিৎকার শুনতে পেলাম
আর্তনাদের কান্না কারো মায়ের,
লুকিয়ে রইলো নিজেকে আড়াল করে
ঢেকে নিল ক্ষত চিহ্ন তার পায়ের।

মুগ্ধ হয়ে চেয়ে থাকা আর স্তব্ধতা
শুনে যাই ঘটে যাওয়া সব কথা,
কষ্ট বুকের আবেগী মায়া কান্নায়
বিষাদে বাসা বাঁধল বুকের ব্যথা।

ক্ষণিক ভেবে নিলাম হয়ে তার
বলে দেব সকলেকে করেছি অপহরণ,
সমাজ জেনে যায় যাক ক্ষতি কি
দাবী করবো বিনিময় মুক্তিপণ!

তবুও ছাড়তে ইচ্ছে হবে না বুঝি
ভাল লাগায় হারিয়েছি মনের খেয়াল,
জানি না কি হবে ফিরে গেলে তার
কোন বাঁধন নেই, কি করে দেব দেয়াল।