(নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ)
একজন খোরশেদ যিনি এ বাংলাদেশে
নিজের সত্ত্বা অন্যকে শুধুই ভালবেসে
নেতা হবো স্বপ্ন বুকে এই ছোট্ট শহরে
নির্বাচন বিজয়ী হয়ে কৃতজ্ঞ সবার তরে
একদিন হঠাৎ শোনা গেলো কি হবে
মহামারী আসছে ধেয়ে কে বেঁচে রবে
মৃত্যু দিচ্ছে ডাক বিশ্বের সকল প্রান্তর
খোরশেদের যেন কেঁপে উঠলো অন্তর
শুরু করল ত্যাগ মৃত্যু বিজয় খেলা
সংসার ত্যাগী হয়ে ধরল সেবার ভেলা
যুদ্ধ শুরু হয়ে গেল আসলো সাথী
স্বপ্ন সাদা কালো নিজেরা আত্মঘাতী
সকলে যখন পিছু হটে করোনার ডরে
টিম খোরশেদ ছুটে যায় আক্রান্তের ঘরে
মৃতের দাফনে তার আজ বড় অবদান
ত্রানের বিনিময়ে করেছে ক্ষুধার অবসান
ডাক্তার যুক্ত করেছে চিকিৎসা সেবায়
গরীবেরা যেন অকালে না মারা যায়
উদারতা তার এখানেই হয়নি শেষ
নিজে আক্রান্ত হয়েও গড়েছে পরিবেশ
টিমের সদস্য এমনকি নিজের সহধর্মিণী
সেবার আদলে তাদের করোনায় ছাড়েনি
নির্ভীক লড়াকু নেতা সিটি কাউন্সিলর
নিজের বলিদান বাঁচাতে অন্যের ঘর।