একটা স্বপ্নময়ী রাত দেবে কি আমায় ?
যে রাত হবে শুধু ভালবাসায়
একটা সুন্দর মন তুমি কি দেবে ?
যে মনে আমার মন বসত করবে।
তুমি কি দেবে একটি গোলাপ ফুল ?
যে ফুলে হারিয়ে যাবে আমার সব ভুল
আমি কি পেতে পারি শুধু তোমার মন ?
সারাজীবন করে রাখতে, শুধু আপনজন।
তোমাকে চাই আমি শুধু ভালবাসতে
বারে বারে মন বলে কাছে আসতে,
বলে দিতে চাই আমি মনের সব কথা
নিতে চাই সব গুলো তোমার দেওয়া ব্যথা।