এখনো কি আষাঢ়?
ফুসরৎ নেই হাসার,
সকালটা যে কখন হলো!
এমন প্রশ্নে দিন কেটে যায়
বৃষ্টি ধারায় মন ব্যকুলতায়,
ভাবনাটাই এলোমেলো।
অঝরে ঝরেছে দেখো
ভিজে যায় পাখিরা
শীতের শীতল পরশে
অলস ঘুমে আঁখিরা।
অনাহারী পশুরা ডাকে
ঝম ঝম বৃষ্টি বাঁকে,
চাষিরা থেমে নেই আর
এটাই কি বৃষ্টি আষাঢ়?
অঘ্রায়নে অকারণ
বর্ষণের ঐ শ্রাবণ
মন ভেজানো থরথর,
নেই কাজে বিরতি
মেঠোপথে ধীরগতি,
বাকীরা তো অবসর!