আজ আবার কলম হাতে নিয়েছি
কবিতা লিখতে বসেছি
বসে বসে শুধু তোমার কথাই ভাবি
কবিতার কথা ভুলে গেছি।
পাতা ঝড়া বৃক্ষ জানে,ঝড়া পাতার বেদনা।
ঝড়ে পরা পাতারা জানে,একা হীনতার তীব্র যন্ত্রণা ।
আমার বাড়ি আজও ফাকা,পেলাম না তার দেখা।
আজ কেটেছে নি:সঙ্গ সারা দিন
শুধু তোমাকে ভেবে ভেবে।
দিন শেষে রাত আসে,রাতেও তুমি দেখা না দিলে।
অপূর্ণ ব্যথা ভরা রাতে,
জানালার পাশে,আকাশ পানে তাকিয়ে।
আধারে আলোর সন্ধানে
আলো হয়ে দেখা কি দিবে?
একটি দুঃস্বপ্ন রাতে,
স্বপ্নরা তোমাকে খুজে
ঘুমঝুরে তোমার অস্তিত্বের সন্ধানে।
ঘুমের কান্না চোঁখঝুরে।
তোমায় ঝুরে চোঁখ কান্না করে।