সৌন্দর্য যদি মৃত্যুর কারন হতে পারে
সাগর,সমুদ্র তারি উদাহরণ
সৌন্দর্য যদি মৃত্যুর কারন হতে পারে
আমি ত মৃত নই,জীবিত, উজ্জীবিত
তোমারি সৌন্দর্যে।
কত কাল অপেক্ষা করতে হবে?
ওই হরিণ ডাঙা মাঠ পেরিয়ে
বৃষ্টি রিমঝিম রিমঝিম উপেক্ষা করে
যুদ্ধ র পহর শেষ করে
তোমার কোলে বিরতে?
কোল হারা মাঝি তীরে ভীরে
পাখিরা নীরে ফিরে
স্বপ্নরা বাসা বাদে।
আমার হৃদয় কুটিরে
কবে দেখা পাব স্বপ্নের পরী কে??
আজ শৎরতের কাশ বনে
ফুলে ফুলে তোমার দেখা মিলে
বাতাসে বাতাসে তোমার সুবাস বাসে
ভেসে ভেসে আমার হৃদয় মাঝে।
মাঝেমাঝে আমার ঘোম ভাঙ্গে
জেগে বুঝি তুমি আমার স্বপ্নের মাঝে।
অল্প পাওয়া আর সীমানাহীন আশা
ছুটে যেতে ইচ্ছে করে তোমার কাছে।
ভেঙ্গে সীমানা গুলি
ভারিয়ে দাও হাত দুটি
পরশে পরশে, ভালবেসে
অতৃপ্ত আত্মা কে তৃপ্ত করি।