ধূলো জমে গেছে আমার অনুভূতিতে
কবিতারা ঘুমিয়ে গেছে
ভাষারা মরে মরে বেচে আছে
নিকোটিনরে ধোয়া গুলি সঙ্গ দিচ্ছে।
বিষাদ হৃদয়, অস্থির হাওয়া
আর মেঘের আধারে চাপা
চাপা অনুভূতির নেই কোন সারা।
আজ সারা বেলা বৃষ্টি ছিল
শুধু ছিলনা আবেগময় ভাষা।
ভাষা বলে খুজ তারে
কে তোমার কবিতার পানে?
ভ্রমর ত চিনে ফুলকে
প্রাণ ভ্রমর বুঝেও বুঝেনা ফুল কে।
ভাষার অকাল পতনে
অনুভূতি গুলি বেশ খুশি
খুশি মনে বলে আমার হয়েছে মুক্তি।
মিথ্যা মুক্তি, হবে কি তৃপ্তি?