দেখেছিলাম বসন্তের কোন বিকেলে
বসন্তের রং আমায় সে দিনি লেগেছে মনে।
রক্ত লাল শারি,খোপায় গোজা জবাফুলের বেনি।
একা পথে যাচ্ছ হেটে,পাখিরা গান করছে।
খালি পায় নূপুর বাজে,মনের মাঝে ঝড় উঠে।
ঝড়ের তুপে আমি আত্তহারা,নিউরনের নেই কোন সারা।
কে তুমি? রক্ত জবা বধন,দোলন চাঁপা মুখ খানি।
চেপে আছ আমার হৃদয় খানি।
সেই ছিল শেষ দেখা
বলা হয়নি কোন কথা
নিরবে পোষে যাচ্ছি না বলা কথা।
আজ আবার বসন্ত এসেছে
দুপুর গড়িয়ে বিকেলে
তোমার নূপুরেরধ্বনি আমায় ডাকে
আজ বসে আছি জবা হাতে
তোমার খোঁপায় গুজে দিব বলে
তোমার একা পথের সঙ্গী হবো বলে
আজও বসন্তের রং লেগে আছে।