আমি জানি তুমি আমার জন্য অপেক্ষারত
যেমন করে মা অপেক্ষারত থাকে
তার প্রবাসী সন্তানের জন্য
যেমন বাস্তুহারা মানুষগুলো থাকে আশ্রয়ের জন্য
ক্ষুধার্ত মানুষগুলো থাকে খাদ্যের ।
অগনিত অপেক্ষায় থাকি আমরা!!
দিনের পরে রাতের
সুখের পরে দুখের
রাতের পরে দিনের
শীতের শেষে ফাগুনের-
আমি তোমার জন্য কখনও অপেক্ষায় ছিলেমনা,
অপেক্ষার মধ্যে কেমন যেন
একটা স্বার্থপরতার বিষয় লুকিয়ে থাকে।
আমি জন্ম থেকেই চেয়েছি
সবাই আমার জন্য অপেক্ষা করলেও
কেউ একজন আমার জন্য প্রতিক্ষায় থাকবে.....
কাছে থেকেও!!
আমি আজো জানতে পারিনি-
তুমি কি আমার সেই প্রতিক্ষার মানুষটি?
নাকি অপেক্ষারতদের একজন।
প্রতিক্ষার অনুভুতিগুলো কখনও বৃদ্ধ হয়না!
অামি কখনও বৃদ্ধ হতে চাইনি বলে-
তোমার প্রতিক্ষায় আছি আজো
তুমি আছো কি?