অপেক্ষার গান
           -নাজমা আক্তার

আজ ও আমি বসে আছি
হৃদয় আসন পাতিয়া,
দেখার সময় নেই যে তোমার
হাজার কাজে মাতিয়া।

অনেক রাতের হল শেষ
তোমায় খোঁজে হাজার দেশ,
অনেক কথা আছে জমা
তোমায় ভেবে হলেম খুশী বেশ।

পথের বাধা পথে রেখে
আমার কাছে আসবে শেষে,
এই ছিল মোর ভাবনা
এবার এলে লুকাতে আর দিবনা।