ঘৃতকুমারীর বেড়ে উঠতে তেমন যত্নের প্রয়োজন হয়না
সবাই বলে, একটু পানি আর একটু রোদ হলেই চলে।
অনেকের প্রয়োজনে লাগে এই গাছের পাতাগুলোকে
কিন্তু কেউ সে উপকারীকে স্বীকার করতে চায়না।
আমার নিজেকে ঘৃতকুমারী মনে হয় মাঝে মাঝে
তাহলে আমিই নারী!
যার জন্ম কেবল মানব উপকারে আসা;
সকল দূরারোগ্য ব্যাধি থেকে মানবজাতিকে রক্ষা করা
অন্যের শ্রী বৃদ্ধিতে সহয়তা করা
সুরক্ষা তেরী করা সবার জন্য,
যার পাতার কাটাগুলো তার নিজেরই সুরক্ষা দিতে পারে না ।
সংসারে নারী প্রবেশ করে স্বর্নকুমারী হয়ে
সকল উপকারের কার্য সম্পাদনের শেষে কখন
যে সে ঘৃতকুমারীতে পরিনত হয়
তা সে কখনই জানেনা।
তারপর একদিন সে সার্থকতা খোঁজে
ঘৃতকুমারীর পাতা হয়ে
পাতারা তখন অনেক হৃষ্ঠপুষ্ঠ হয়ে উঠে
সে হয়ে পড়ে ঝড়াপাতা,
তাতেই খুঁজে পায় জীবনের সকল সার্থকতা ।