দেহের স্পর্শে প্রেম খুঁজে ক্লান্ত মন!!
হাটতে হাটতে পৌঁছে গেছি কুয়াশার দেশে...
যেখানে আলোতে স্পষ্ট নয় তোমার মুখখানি।
ইচছায় অনিচছায় পথচলা,
কথা বলা ও না বলা,
হেসেও না হেসে থাকা।
এসব কোন কিছু তোমার চোখে না পড়া!
শরীরি স্পর্শে প্রেমের মহত্ত খুঁজে ফেরা
দায়িত্বপালনকে বড় করে দেখার মধ্যে
প্রেমকে গুলিয়ে ফেলা।
থাকনা এসব কথা!!!
আজও মনে পড়ে-
একদিন কৌতুহলী চোখে জিজ্ঞেস করেছিলে-
কেমন আছ?
সহজ দুটো শব্দ!
কিন্তু জিজ্ঞেস করার ভঙ্গিমায় শিশুর চাহনি,
কাশফুলের শুভ্রতা, শিউলির কোমলতা।
তারপর চল্লিশটি বছর পার হল আলোর গতিতে
এমন আকুতিভরা কন্ঠে কেউ জিজ্ঞেস করেনি
কেমন আছ?
আজও সেই আকুতিভরা কন্ঠ শোনার অপেক্ষায়
ত্বকের ভাজে প্রেম খুঁজছি!!
ত্বকের ভাঁজে আজ গোধূলির ছাপ!
স্মৃতিরা ভীড় জমাচেছ মেঘের ভেলায়
বৃষ্টি নামলেও নামতে পারে
সময়গুলো কেটেছে হেলায় হেলায়।
হাতের তালুটা এখন আর আগের মত
তুলতুলে নরম নেই,
কারন এই তালুতে লেখা আছে জীবন
সংগ্রামের কঠিন ইতিহাস।
ত্বকের ভাঁজে ভাঁজে প্রেম রয়ে গেল লুকানো
লজ্জ্বা-ভয় ও ঘৃনায়।