তালাচাবি

একটা তালার তিন চারটে চাবি
কেন বাজারে বিক্রি করা হয়?
একটি তালার চাবি তো
একটাই হওয়া উচিত, নয়কি ?
গুরুত্বপূর্ন জিনিসটির সুরক্ষা কি
কয়েক জনের হাতে দেয়া চলে!!
বাড়ীর মূল্যবান জিনিসটির লকারের
চাবিটি কিন্তু মালিকের হাতেই থাকে।  
কারন একের অধিক চাবি থাকলে
একটি তার থেকে হারিয়ে যেতেই পারে।
সেই লকারের তালাটি কি অরক্ষিত হয়ে পড়েনা!
একটা হৃদয়ের একটা তালা থাকা চাই
একটা হৃদয়ের একটা চাবি থাকা চাই
তাহলে মালিকের নিরাপত্তা নিয়ে চিন্তিত হতে হয়না।
চাবিটি  হারিয়ে গেলে এর ডুপ্লিকেট তৈরী হয় না।  
আমরা মাঝে মাঝে চাবি হারিয়ে ডুপ্লিকেট চাবি
তৈরী করি,
তালা খোলার চেষ্টা করি
ব্যর্থ হই-------ব্যর্থ হই
মানতে পারিনা, মানতে হয়
তারপর একদিন নিজেকে তালাবদ্ধ করে ফেলি।