জীবনের প্রান্তসীমায় এসে
ভেবে দেখি আমি-
যা কিছু ছিল আবেগী ,
তা ছিল ঢাকা কেবলই বাসনার ফুলে।  
যা কিছু ছিল আবেগী ,
তা হারিয়েছি আমার অভিমানের ভুলে।  
যা কিছু ছিল আবেগী ,
তা হরিত হয়েছে অন্যের সুখের  লোভে।  
যা কিছু ছিল আবেগী ,
তা অবদমিত হয়েছে আমার চাওয়ার ভুলে।  
যা কিছু ছিল আবেগী ,
তা উপেক্ষায় ভেসে গেছে চোখের জলে।  
যা কিছু ছিল আবেগী ,
তা ঢাকা পড়েছে জীবনের রোষানলে।  
যা কিছু ছিল আবেগী ,
তা দলিত হয়েছে প্রিয় মানুষের পদতলে।  

তারপর সূর্যাস্তের মূহুর্তে
জেগে উঠি ঘুম থেকে নতুন সূর্যোদয় দেখব বলে!!!
কিন্তু দেখতে পেলুম -
আমি এক আবেগশূন্য মানুষ,
জীবাশ্ম এক আবেগী মানুষের।