আমার জন্য…
আমি একজীবন চেষ্টা করেছি তোমার মধ্যে ক্ষুধার জন্ম দিতে
পারিনি!
আমি একজীবন চেষ্টা করেছি তোমার মধ্যে ক্রোধের জন্ম দিতে ,
পারিনি!
আমি একজীবন চেষ্টা করেছি তোমার মধ্যে অভিমানের জন্ম দিতে
পারিনি!
আমি একজীবন চেষ্টা করেছি তোমার মধ্যে তৃষ্ণার জন্ম দিতে
পারিনি!
পারিনি!
পারিনি!
আমি একজীবন চেষ্টা করেছি তোমার মধ্যে কষ্টের জন্ম দিতে,
পারিনি!
আমি একজীবন চেষ্টা করেছি তোমার মধ্যে ভালবাসার জন্ম দিতে ,
পারিনি!
কি করে আমি হব তোমার প্রেমিকা ?
তুমি তো হতে চাইলেনা আমার প্রেমিক!
তুমি কি কারো জন্যে হতে পারবে?
যদি পারো-
প্রেম শব্দটি নতুন কোন শব্দে রুপান্তরিত হতে হবে অভিধানে।
আমার অভিধানে তোমার নতুন নাম  'কাঁটা'
যে শুধু খোচাতে জানে, ব্যথা দিতে জানে, ভালবাসতে জানেনা।

রচনা :৯/০১/২০১৮