"জলের গভীরতা"
আমি মৃত্যুকে ভয় পাইনা
আমি অন্ধকারকে ভয় পাইনা
আমি বিক্ষুব্ধ সমুদ্রকেও ভয় পাই না।
আমার সব শক্তির উৎস
আমার নিখুঁত স্বভাবের ভালবাসা।
ভালবাসা তো নিখুঁতই হতে হয়
কারণ এর উপলব্ধি কেবল নিখুঁত চিন্তায় বোঝা যায়।
আমার বাচার একমাত্র শক্তি
আমি একজনকে গভীর ভাবে ভালবাসি
সবচেয়ে দুর্বলতা-
আমি মানুষকে খুব বেশী ভালবাসি।