বহুদূর পথ হেটে পৌছেছি অজানা সমুদ্রের তীরে
টেউগুলো আছড়ে পড়ছে শব্দহীন ফেনাহীন সুরে।
ওপার থেকে সুকন্ঠ ভেসে আসছে পাড়ি দাও,
পাড়ি দাও! ফেনায়িত তরঙ্গে চড়ে।
আস্তে আস্তে ঢেউগুলো তার গতি কমিয়ে
নিস্তেজ হতে থাকে বেদনার ভাড়ে।
অপেক্ষায় থেকে থেকে ঢেউগুলো যায় দূরে সরে।
ঢেউগুলো নেচে উঠতে খোঁজে সুরের তাল
ওপারে যেতে হলে কে ধরবে এই তরীর হাল।
তরীহীন ঢেউহীন সমুদ্রের তীরে দাড়িয়ে
ভাবছি কি করে পার হব এই পারাপার
শুণ্য এ দু'হাত, খুঁজি কে হবে আমার পাইলট!
শুধু একা পার হবার অনুমতি মিলেছে এবার
পিছনে ফিরে দেখি পরে আছে ধূ ধূ বালুচর।