প্রিয়জনের নাম সবাই এমন করে সংক্ষেপ করে নেয়।
কোন অভিধানে লেখা আছে এই নাম?
উত্তরে আমি বললাম-বাাঙালীর হৃদয়।
যার মুখে শূনে "জয়বাংলা" শব্দ
কেটেছে বাঙালীর মনে জমে থাকা সব ভয়।
কার সাধ্য আজ মুছে ফেলে সে নাম করে তার ক্ষয়।
ওপারে বসে জান্নাতের সুখে দেখে নাও বাংলার জয়।
আজও পথে-প্রান্তরে শুনছি তোমার বজ্রকন্ঠের ধ্বনি
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা
দুটো শব্দ মিলে শক্তিশালী মনোবলের প্রতিধ্বনির ধাক্কায়
বারো হাজার মাইল দূরে অবস্থিত পূর্ব পাকিস্তান
ছিটকে বেড়িয়ে এল পশ্চিম পাকিস্তানের ইতিহাস হতে।
সাড়ে সাত কোটি জনতার ভাষায় যুক্ত হলো
দুটো শব্দের শ্লোগান "জয় বঙ্গবন্ধু"।
যুদ্ধ জয়ের গল্প শেষে তুমি ফিরে এলে বিজয় বেশে,
তুমি হলে আমাদের নেতা ও জাতির পিতা 'বঙ্গবন্ধু'।
প্রিয়জনকে সবাই এমন সংক্ষেপ করে নেয়।
'বঙ্গবন্ধু' নামের মাঝে আজ শেখ মুজিবুর রহমান নামটি খানিকটা দীর্ঘ মনে হয়।
''বঙ্গবন্ধু' নামটি বাঙালী তাই নিজের করে নেয়।