পাথরের সৃষ্টি কিভাবে হয়
উত্তরে যে কেউ বলবে
খুব সহজে নয়
কারণ এটা প্রকৃতিগত প্রচেষ্টার ফলাফল।
একপাশে কাঁদামাটি, লালমাটি, শুকনো মাটি
তার মধ্যে হঠাৎ করে দেখি পাথরের পাহাড়
বিশাল শিলা পাথর, সাদা পাথর, কালো পাথর
এত রঙের পাথরের মধ্যে লুকিয়ে থাকে
আরো কোমল, উজ্জল হীরকখন্ড
সেগুলোও নাকি একই প্রজাতির!
কত মানুষ, কত মানুষের ভীড় চারদিকে
মানুষ ও নাকি এরকম নানা প্রজাতির
যার মধ্যে রয়েছে কাদামাটির নানা রূপ
ঠিক নানা প্রজাতির পাথরের মত।
সব পাথর কি হীরায় রুপান্তরিত হতে পারে?
সে বৈশিষ্ট্য নিয়ে জন্মাতে হয়
হোক সে পাথর, হোক সে মানব
আজ যে পাথরের গল্প বলছি
তিনি হীরের বৈশিষ্ট্য নিয়ে মাটির
বুকেই জন্ম নিয়েছিল, বাংলার মাটিতে।