তোমায় নিয়ে স্বপ্ন দেখি
গভীর হলে রাত,
গল্প করো কোলে মাথা রেখে
আর হাতে রেখে হাত।
তোমায় নিয়ে কাব্য লিখি
সাজিয়ে মনের কথা,
লোকালয়ের কোলাহল শেষে যখন
চারদিকে নামে নীরবতা।
তোমায় নিয়ে গল্প করি
সঙ্গী চন্দ্র তারা,
নেই যে কেহ আপন আমার
প্রিয়সি তুমি ছাড়া ।
তোমায় নিয়ে হাসি কাঁদি
তুমি যে আমার সুখ,
চোখের পাতায় ভাসে শুধু
তোমার মায়াবী ঐ মুখ।
তোমায় নিয়ে সাজাবো জীবন
ভালবাসার টানে,
সযতনে রেখেছি তোমায়
হৃদয়ের মাঝখানে।
তোমায় নিয়ে গড়বো বাগান
ভরবে ফুলে ফুলে ,
প্রতি ভোরে ফুলেল শুভেচ্ছা দিতে
আনবো যে ফুল তুলে।
তোমায় নিয়ে লিখতে লিখতে
এক মহাকাব্য হবে,
হারিয়ে গেলেও পৃথিবী থেকে
কবিতায় প্রেম যে বেচে রবে।