শেষ বিকেলের চাঁদের কথা
শুনে হয়তো চমকে যাবে,
তবু নীল আকাশে ভাসতে তাকে
তুমি দেখতে পাবে।
তেমন করে তোমার আকাশে
ভেসে চাঁদের মতো,
দূর থেকে দেখবো তোমায়
আঁকবো ছবি কতো।
শেষ বিকেলের চাঁদের মতো
কেউ করবে না খেয়াল,
হবে না দু জনার মাঝে কভু
কোনো বাধার দেয়াল।
শেষ বিকেলের চাঁদের মতো
খুব নিরবে এসে,
সুখের ছোঁয়া দিব তোমায়
গভীর ভালবেসে।
শেষ বিকেলের চাঁদের মতো
নিবো হৃদয় কেড়ে
অপলক দেখবো তোমায়
দুটি নয়ন ভরে।
সঙ্গোপন বলবো কথা
এ-ই তো মনের সাধ,
তাইতো আসবো তোমার কাছে
হয়ে শেষ বিকেলের চাঁদ।