স্বাধীন দেশে পরাধীন আমি
বলতে পারি না সত্য,
প্রকাশ্যে দিবালোকে কাপুরুষেরা
ঝরায় নিরীহ মানুষের রক্ত।
স্বাধীন দেশে পরাধীন আজ
হায়েনারা বসে শাসন ক্ষমতায়,
বিবেকহীন পালিত বাহিনী দিয়ে
করছে যা হা মনে চায়।
স্বাধীন দেশে পরাধীন আজও
হায়েনারা দেশের সম্পদ লুটে,
ভিনদেশে পাড়ি দেয় আর জাতির কপালে শুধু
বৈদেশিক ঋণের বোঝা জুটে।
স্বাধীন দেশে পরাধীন আজও
ন্যায়ের বানী শোনায় হায়েনার দল,
উচ্চ স্বরে কান্না বারণ তাই অসহায় জনতা
নিরবে ফেলছে চোখের জল।
স্বাধীন দেশে পরাধীন হয়ে
জনতা আর কতদিন রবে,
পুঞ্জিভূত ক্ষোভ একদিন হঠাৎ করে
আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে।
স্বাধীন দেশে পরাধীন জনতা জাগবে
সেদিন আর বেশি দূরে নয়
হায়েনার দলকে করবে নিঃশ্চিহ্ন
জয় করে যত বাধা ভয়।