ক ক্ষমতায় হেরে গেলে
খ ক্ষমতায় আসে,
আমরা যত আমজনতা
ভুগছি সারামাসে।
চাঁদাবাজি দখলবাজি
বন্ধ কভু হয়নি,
ক্ষমতায় গিয়ে কোনো দল-ই
গরিবের খবর লয়নি।
ন্যায়ের বানী শোনায় ওরা
থাকেনা যখন ক্ষমতায়,
করে কোলাকুলি গলা গলি
কথা বলে পরম মমতায়।
যে-ই না ওরা পেয়ে যায়
ক্ষমতার পরম স্বাদ,
অতি যত্নে করে গরিবের
জীবন টা বরবাদ।
সরকারি যত ভাতা আছে
কিংবা দুর্যোগে পাওয়া ত্রাণ,
কর্মী নেতায় মিলে লুটে
হয়ে-ই ক্ষমতাবান।
গ্রাম শহর অচল করে
সন্ত্রাসী কোনো হামলায়,
হাজারো জীবন নষ্ট করে
জড়িয়ে কোনো মামলায়।