তোমাকে জানাই শুভেচ্ছা প্রিয়তমা
ভালবাসা দিবসের,
আমার প্রিয় সদ্য ফোটা
একটি লাল গোলাপের।
আজ নতুন কেউ পড়বে প্রেমে
পুরোনো প্রেম হবে গভীর,
ভালবাসার দেশে হারাবে সবাই
যত মানুষ আছে পৃথিবীর।
আজকের দিনটা প্রিয়তমা
শুধু ভালবাসার,
ভালবেসে একে অপরের
আরো কাছে আসার।
আজকের দিন তোমাকে নিয়ে
মধুর কোনো স্বপ্ন দেখার,
তোমার আমার ভালবাসা নিয়ে
নতুন একটা কবিতা লেখার।
মনে পড়ে দুজনের পরিচয়
হয়েছিল এমনই একদিন,
মনে পড়ে কি তোমার নাকি
সে স্মৃতি হয়ে গেছে ক্ষীণ।
তোমার হাতে ছিল ফুল
মুখে হাসি হাসি,
আমার কাছে এসে বললে
আমি ‘ তোমাকে ভালবাসি ’।
আজ সেই হারানো স্মৃতি
হৃদয়ে উঠে ভেসে,
পুলকিত হয় মনটা আমার
আজ আরেকটি ভালবাসা দিবসে।