কি নিরব পূর্নিমা রাত,
দূরে হাসছে গোলাকার চাঁদ।
আমি এখনো জেগে আছি,
আর দেখছি চাঁদের হাসি।
হয় তুমি ঘুমিয়ে নয় আমার মতন
চেয়ে দেখছো আলোকিত ভুবন।
আর ভাবছ কত কথা,
কি অপূর্ব নীরবতা।
মনে যা আসছে তা লিখছি,
আর তোমার কথা ভাবছি।
তোমার হৃদয়ে আমি নাকি অন্য কেউ,
সৃষ্টি করছে আবেগের ঢেউ।
আমি এখন খোলা আকাশের নিচে,
তুমি হয়তো জানালার কাছে বসে।
দেখছো বাগান চাঁদের আলোতে,
যেই ফুল ফোটে রাতে।
তাদের সুবাস হয়তো আসছে ভেসে,
বুক ভরে নিও প্রতিটি নিঃশ্বাসে ।
অনেকেই দেয় যার যেমন ইচ্ছা,
তোমাকে দিলাম এক পূর্ণিমা রাতের শুভেচ্ছা।
রাত জাগা পাখি ডাকে মোর লাগে ভালো,
জলে আর নিভে যায় জোনাকির আলো।
মনে মোর জাগে ব্যথা সাথে নেই তুমি,
একা একা আকাশের তারা গুনি আমি।
ভালো হত যদি থাকতে তুমি মোর সাথে,
আরেকটি নতুন কবিতা লিখবো এক নতুন পূর্ণিমা রাতে।