যদি তুমি চাও একটি গোলাপ
দিতে চুলের খোঁপায়,
সত্যি বলছি পুরো বাগানটাই
দিয়ে দিব তোমায়।
যদি তুমি চাও হাতটি ধরে
থাকতে একটি প্রহর,
রাখবো তোমায় এমনি করে
সারাজীবনভর।
যদি তুমি চাও মাঝে মাঝে
নিই তোমার খোঁজ,
সবকিছু ফেলে তোমার সাথে
করবো দেখা রোজ।
যদি তুমি চাও জানতে কভু
তুমি আমার কে,
শুনো তবে কি বলছে হৃদয়
কান পেতে এ বুকে।
যদি তুমি চাও সযতনে
রাখি তোমার স্মৃতি ধরে,
শত কবিতায় লিখবো তোমায়
থাকবে হাজার বছর পরে।