১৭ ই জুলাই
কি করে ভুলে যাই?
শহীদ হয়েছে মেধাবী ছাত্র ভাই।

চেয়েছিলে জীবিকার অধিকার,
করেছে তারুণ্যের প্রাণ সংহার,
শাসক,করে ক্ষমতার অপব্যবহার।

অস্ত্রের মুখোমুখি অবিচল ধীরস্থির,
তোমরাই এদেশের প্রকৃত বীর,
বিদ্রোহী কবিতার মতো চির উন্নত মম শির।

কেড়ে নিয়ে  খুনিদের চোখের নিদ,
সময়ের সাহসী যোদ্ধা আবু সাঈদ,
তুমি তো হয়েছো শহীদ।

তোমাকে হত্যা করেছে যারা,
সর্বত্র ঘৃণার পাত্র তারা ,
কিছুই পায়নি জনতার থু থু ছাড়া।

সময়ের প্রয়োজনে তোমাদের  আত্মদান ,
করেছে লড়াই আরো বেগবান,
হবে কালের শোষণের অবসান।

হয়েছো একুশ শতকের সাহসী সেনা
এ জাতি তোমাদের ভুলতে দেবেনা
তোমরা আগামী প্রজন্মের অনুপ্রেরণা।