বসেছিলাম নদীর জলে ঝুকে পড়া অশ্বত্থ গাছের ছায়ায়  
সেই পথ ধরেই হেঁটে ফিরছিলে তুমি কোথায় কে জানে?
মধ্য দুপুরের গনগনে রোদের উত্তাপ ছিলো তোমার চোখে  
আর ছিল আমাকে উপেক্ষা করার শৈল্পিক মুন্সিয়ানা।
সেই উপেক্ষায় হতে পারতাম পারভাঙা নদীর মতন
কাটাতাম ছন্দহীন ক্লান্ত জীবন বিষাক্ত কাটা লতার সাথে।  
ব্যর্থ প্রেমের অতিমূল্যায়িত নায়ক দেবদাসের মতো
হতে পারতাম উড়নচন্ডী, মদ্যপ, ঠিকানাবিহীন ।

ভেসে যাবার বদলে -
আমি প্রেমে পড়লাম উড়ে যাওয়া এক মৌমাছির
প্রজাপতির ডানায় ঝরে পড়া বিকেলের রোদের।
সন্ধ্যার আকাশের উদ্দাম, উতলা, উদাসী রঙের
হারিয়ে যাওয়া অন্ধকার পথে জোনাকির আলোর।
বৃক্ষের বুকে ঘুণপোকার মতো কুয়াশার নাচের।

জানো, তুমি যদি সেইদিন আমাকে উপেক্ষা না করে  
অপেক্ষায় রাখতে, প্রতীক্ষায় থাকা আমি হয়তো -
তোমার বুকের অশ্বথের ছায়ায় বসে থেকে থেকে
হিমালয়ের মতো জেগে থাকতাম সৃষ্টির শেষ পর্যন্ত।

এহসান নাজিম
১১/২১/২০২৪