চাইলেই তোমাকে যানজট মুক্ত করতে পারবো না প্রিয় শহর আমার
কিন্তু তোমার কাছে এনে দিতে পারবো অগুনতি সারিবদ্ধ ফুলের বাগান।
জানি একটু বর্ষাতেই জমে যায় জল, থিকথিকে ময়লায় ভাসে শহর আমার
কিন্তু সেই জলেতে চাঁদের আলোয় অজান্তে ভেসে যায়  ছন্দ তোমারই কাছে।

বৃক্ষ নিধনের উৎসবে তুমি বারবার হয়েছো শ্রীহীন প্রিয় শহর আমার
তবু অলস দুপুরে অবশিষ্ট দেবদারুতে কোকিলের গান তোমাকে নিয়েই।
বিলবোর্ড,  বিজ্ঞাপনের সমন্বয়হীন উৎকট উল্লাসে তুমি ক্লান্ত শহর আজ
তবু তোমাকে নিয়ে লেখা কবিতা, গান নতজানু বিলবোর্ড তোমারই কাছে।

সুউচ্চ দালান তোমাকে করেছে বিচ্ছিন্ন আকাশ থেকে প্রিয় শহর আমার
তারপরও নিয়নের আলো করে উপেক্ষা তুমি খুঁজো তারা নিঃসঙ্গ সময়ে।
চিঁড়ে যাওয়া বুকের মতো তোমাকে এফোঁড় ওফোঁড় করেছে উড়াল সেতু
তারপরও বিদীর্ণ বুকে তোমার নাম জপে ছুটে যাই তোমারই  কাছে।

প্রিয় শহর আর তোমার বুঝি হয় না দেখা খুব বেশি আজকাল?
বলোনা কথা নিরন্তর? বুকে রেখে মাথা কাঁদোনা এখন আর?
একদা বশীভূত কবিতারা তাই বুঝি ভীষণ অবিন্যস্ত অস্থির এখন?
চুম্বুকের সমমেরুর মতো পংক্তিগুলোও নেমেছে ভিন্ন পথে আজ?

এহসান নাজিম
০৫/৩০/২০২৪