তিনটি শব্দ
---------------
তিনটি শব্দ আমাকে বশীভূত করে রাখে
তিনটি শব্দ আমাকে শৃঙ্খলিত করে রাখে
তিনটি শব্দ আমাকে মন্ত্রমুগ্ধ করে রাখে !
ফণা তুলে আসা সাপের ছোবল অথবা
শত্রুর তাড়া খেয়ে দিকশূন্য দৌড় দৌড় -
দুঃস্বপ্নের ঘুম ভেঙে গেলে, ঘামে ভেজা
শরীরে হাত বুলিয়ে জানি - বেঁচে আছি!
ঘুমের অতলে থাকা তোমাকে দেখে
ফিস ফিস করে বলে উঠি 'বেঁচে আছি',
বলে উঠি নিজের অজান্তে ‘ভালোবাসি’!
বুকের ভেতরে হাপরের শব্দে সম্বিৎ
ফিরে পেয়ে সাহসের দরজায় করাঘাত
করে বলি - আমি আজন্ম স্বাধীন !
ইচ্ছে করে তামাম বিশ্ব জেনে যাক
বেঁচে থাকা আমি ভালোবাসতে জানি
এবং শুনে রাখো প্রতিদ্বন্দ্বী - আমি মুক্ত স্বাধীন।
বেঁচে থাকা, ভালোবাসা আর স্বাধীনতায় বুঁদ হয়ে থাকা আমি
তিনটি শব্দের আরাধনাতেই কাটাই আমার যাপিত জীবন!
এহসান নাজিম
০২/২৪/২০২৩