নদী এবং একটি গাছ
----------------------
নদীর পাড়ে দাঁড়ানো গাছ
জানে কি কখন হারাতে পারে নদীর অতল জলে?
নিজের ছায়ার সাথে আনমনে নিজেই কি কথা বলে?
জলের ছলাৎ শব্দে কি দুলে উঠে মন?
গাছেদের কি স্মৃতি আছে?
ঘুড়ি হয়ে আকাশে উড়ে যখন তখন?
আসে কি কোনো মাছ গাছের ছায়ায়?
করে খেলা, দেয় ঘাই উদাস মায়ায়?
জানায় কি হলো দেখা কার সাথে কোথায় কখন?
আদরে কি বুজে চোখ ছুঁয়ে দেয় শরীর জলজ?
বাতাসের শব্দে মিলায়ে গলা বাজে শিষ
ঝরে পড়া পাতায় ভেসে যায় মায়ার কবজ?
নৌকার পালে লাগে হাওয়া, চলে যায় দূর বহুদূর
জোনাকির আলোতে নিভে পড়ে তারাদের হুল্লোড়!
মানুষেরা ফিরে যায় বাড়ি, কাঁদে বন্ধকী অন্তর -
থেকে যায় বিরাণ শূন্য পৃথিবীর প্রান্তর।
পথ হারায়ে জ্যোৎস্নায় ফিরবে না কেউ কেউ
যদি উঠে নদীর বুকে বাঁধ ভাঙা ঢেউ।
এহসান নাজিম
০১/০৪/২০২৩