খুব চাই একটা কবিতা লিখতে।
কিন্তু তার আগে চাই, সত্য হোক কিছু কিছু মিথ্যে।
হাসবেন না সমবেত পাঠকগণ, আমি চাই -
শাসকের প্রতি স্তাবকের উচ্চারিত কথাগুলো সত্য হোক,
শাসক হয়ে উঠুক কাঁধে কাঁধ রাখা বন্ধুর মতো।
তিনি নির্ঘুম রাত কাটান খলিফা হারুনুর রশিদের মতো
পরম ভরসায় রাখুন হাত নিপীড়িতের মাথায় এবং বিশ্বাসে।
অবাঞ্চিত মৃত্যুর উল্লাসে তার চোখে নামুক পাহাড়ী ঢল,
তার দেয়া প্রতিশ্রুতি গুলো হোক সব সত্যি এবং প্ৰশ্নবিহীন।
ঘুচে যাক ব্যবধান খাবারের প্লেটে, পোশাকে ও প্রাপ্তির তালিকায়।
সর্বোপরি বিলুপ্ত হোক স্তাবকের পদ এবং চির নির্বাসিত হোক
ফ্যাসিস্ট, স্বৈরাচার, সংখ্যালঘু শব্দগুলো অভিধান থেকে।
কবিতার জন্যে আরো কিছু মিথ্যে হোক নিরেট সত্য -
বন্ধ হোক সমরবাজ রাষ্ট্রের যুদ্ধ বন্ধের মিথ্যে প্রতিশ্রুতি,
অস্ত্র উৎপাদনের বদলে তৈরী হোক শিশু খাদ্য, বিশুদ্ধ জল।
রাষ্ট্রের আনুকূল্যে প্রয়োগ হোক আইন, সবার সমান অধিকার।
যেন সত্যিই মুছে যায় ব্যবধান ধর্ম, বর্ণের, পাহাড় আর সমতলের।
যেন ফিলিস্তিনের দাবি হয় পাহাড়েরও দাবি
ইউক্রেন যেন হতে পারে আমারও দেশ।
ক্ষুদ্র দেশ,জাতিসত্তা চিরতরে মুক্ত হোক তুমুল আগ্রাসনের
বন্ধ হোক রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যার উৎসব| নিষিদ্ধ হোক দাসত্ব, ধর্মান্ধতা।
জয় হোক ব্যক্তির - তার বাক আর ধর্মের স্বাধীনতার।
প্রেমের কবিতা লেখার জন্যে আমার তোমাকেই প্রয়োজন।
তুমিতো জানো, স্মৃতির শহর আমায় কেমন আচ্ছন্ন করে রাখে-
তুমি নগর পিতাদের জানিয়ে দাও, শহরের প্রতি তাদের দায়বদ্ধতা।
মনে করিয়ে দাও, তিলোত্তমা নগরীর জন্যে দেয়া সকল প্রতিশ্রুতি-
আমার শহর আবার ছেয়ে যাক বৃক্ষের ছায়ায়, হোক পাখিদের আশ্রয়,
একাকী দুপুরে কোকিলের গান যেন ঠিকানা পায় কবিতার শব্দে।
নিয়নের আলোর সাথে যেন থাকে জোনাকিদেরও দখল কিছুটা
আমি রাতের আকাশে দেখতে চাই জোৎসনা ভূমিদস্যু মুক্ত শহরে!
ওহ, আমাকে বলা তোমার ভালোবাসার কথা গুলো যেন সত্য হয়
তুমি নিশ্চয় সবার মতোই আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছ না ।
এহসান নাজিম
০৯/২১/২০২৪