একটা জীবন পাখির মতন উড়নচন্ডি
ভবঘুরে, আকাশ জুড়ে উড়ছে উড়ুক ।
একটা জীবন খুচরা পয়সার শব্দ যেন
দোটানাতে ঘুরছে যেমন, ঘুরছে ঘুরুক!

একটা জীবন নিয়ম ছাড়া একলা ছায়া
একাকীত্বে চলে যাবার সব আয়োজন ।  
একটা জীবন মায়ার খেলায় ব্যঞ্জনাময়
মনের ভূমি পুড়ছে যেন আগুন দহন!

একটা জীবন মেঘলা দিনের গুমোট আঁচল  
অপেক্ষাতে, উপেক্ষাতেই কাটছে প্রহর ।  
একটা জীবন খুঁজতে খুঁজতে পালিয়ে আসা
পেছন পানে ডাকছে কেবল স্মৃতির শহর !  

একটা জীবন ঘাস ফড়িঙের গল্প যেন
শুরু হতেই শুনছি আমায় ডাকছে আকুল।  
একটা জীবন তোমার সাথে কাটলো ভীষণ
যাবার তাড়া নেই যদিও, তবু আমি হচ্ছি ব্যাকুল ।  

এহসান নাজিম
১১/২৩/২০২৩