অগুনতি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হচ্ছে প্রতিদিন।
জানো, চুক্তির সব শর্ত ব্যাকরণ মেনে মানেনা সবাই?  
তোমার সাথে আমিও তেমন একটা চুক্তি করতে চাই।

ধরো বাইরে প্রবল বর্ষা -
জানালার গ্রিলে গাল ছুঁইয়ে আমার দেখতে ইচ্ছে করছে বৃষ্টি  
আর তোমার ইচ্ছে ভিজতে দ্রাঘিমার ধ্রপদী আঙিনায়।
চুক্তি অক্ষত রেখেই আমরা হতে পারি প্রেমের কাছে শর্তবিহীন নত -
কারণ, জানালার এ পাশে বসেও তোমার শরীর থেকে চুঁইয়ে
পড়া বৃষ্টি জলের নিঃশব্দ মার্চপাস্টে আমার মুগ্ধ দৃষ্টি,
আকাশের দিকে দু'একবার তাকালেও, সেখানেও তোমাকেই খুঁজি।
আমার পছন্দ কোলাহল, তোমার নির্জনতা।
তাতেও হচ্ছে না ভঙ্গ চুক্তি সর্ষে পরিমাণও।
নিঃসন্দেহে তোমার মৌনতার বিকেলের অনটনের তালিকায় আমি নেই
আমার বাড়ন্ত হুল্লোড়ের মাঝেও তুমিই আমার যাবতীয় হুলস্থুল।

দু’টি রাষ্ট্রের দ্বিপক্ষীয় চুক্তিতে যেমন
প্রাধান্য পায়  স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা-
তেমনি তোমার আর আমার চুক্তিতে থাকবে
বিশ্বাসের বিনিময়ে কেনা প্রতিশ্রুত পরিপাটি নির্দোষ ভলোবাসা।
এর ব্যতিক্রম হলে বাতিল হওয়া চুক্তির জন্যে আলাদা করে
প্রেসনোট দেবার বা সংবাদ সম্মেলন করার প্রয়োজন নেই!

এহসান নাজিম
১০/০৮/২০২৪