আগন্তুক নই
-------------------
আমার ইচ্ছে হলে সর্বস্ব খুঁইয়ে হবো সর্বস্বান্ত  
দিগ্বিদিক বিভ্রান্ত ঘুরে জেগে রইবো সহস্র রাত্রি।
বাতাসে শীষের শব্দে কর্কশ কণ্ঠে গাইবো গান
পুরানো গন্ধের খোঁজে কাঁদবো হাপুস নয়ন।  
কবিতা লিখে ছিঁড়বো, উন্নাসিক অবহেলায় উড়াবো শূন্যে
সারাদিন অলস বসে জোড়া দেব কবিতার টুকরো শরীর।
সূর্য উঠা দেখবো বলে হাঁটবো পূবের দিকে,  পরক্ষণেই
যুদ্ধ বন্ধের সিদ্ধান্তের মতোই নদীর বুকে ছায়ার সাথে
কথা আছে বলে ঠায় অপেক্ষায় থাকবো ভরা পূর্ণিমার
যদিও অন্ধকারেই নিজের সাথে বোঝাপড়া উথাল পাথাল।
ভুলে যেওনা, আমি কিন্তু আগন্তুক নই !
কেন তবে আমাকে আঙ্গুল তুলে পাঠাও বার্তা অবিরাম?
আমি চাইলেই শীতের সন্ধ্যায় পাইনা কেন আগুনের উত্তাপ?
পারিনা ছুঁতে স্মৃতির শহরের দরজায় সময়ের হাত?
কতবার জানিয়েছি আমার উপস্থিতি হৃদয়ের পথের রেখায়?
কতবার তুলতুলে কিংবা কণ্ঠের শিরা উঁচিয়ে বলেছি তোমায়  
নির্বাসনের ভয় আমাকে দেখাবেনা যখন তখন
দেবো ছেড়ে সবকিছু যদি পাই মানুষের গায়ের গন্ধ আবার !
এহসান নাজিম
১১/২২/২০২২