তোমাকে দেখাব রোদের ঝিনুক, শ্রাবণে মেঘের নিঃশ্বাস,
প্লাবনের ক্ষতচিহ্ন, জীবনের গাঢ় তৃষ্ণা তোমাকে দেখাব,
অঘ্রানের রাত্রি বলে দেবে শূন্যের দিকে পূণ্য প্রার্থনার গল্প!
তোমাকে দেখাব স্বপ্নের সাহস, উদাসীন চুল আর দহনের দৈর্ঘ্য
তোমাকে দেখাব মসৃণ স্পর্শ, রূপশালী ধানের সুঘ্রাণ,
অনল দূরত্ব, প্রেমের চোখের অনিদ্রা, ব্যথিত বিষাদ,
তাই এতোদূর এসেও ভুলে যাবে নৈরাশ্যের দূষিত স্মৃতি।
তোমাকে দেখাব চৈতী বিকেল, চান্দ্রিক আকাশ, মুগ্ধ মেঘমালা,
তাই সীমাহীন শেষ দিগন্তের ওপারের হাওয়া নিয়ে ছড়িয়ে থাকবে অবাধ পরিসরে।
গহন রাত্রির একলা ঘরে সহিষ্ণু পাঁজরের অস্থির অপেক্ষায় নামবে সর্বগ্রাসী প্রেম।
শিমুল তুলায় উড়িয়ে দেবে তোমার যত বিরুদ্ধ সময়,
না পেয়ে ভেঙেছো যতোখানি ঠিক ততোখানি গড়বে।