আজ কতদিন হয়ে গেল, তোমার সাথে আমার কথা হয় না। আজ কত দিন হয়ে গেল, তোমার সাথে আমার দেখা হয় না। চোখ বন্ধ করলে সেই দিনগুলো মনে পড়ে যায়। তোমার সাথে কাটানো প্রতিটি মূহুর্ত। এক মুহূর্ত যাকে ছাড়া চলতো না। কিন্তু দেখ কত কত দিন হয়ে গেল, আমাদের এখন আর দেখাও হয় না কথাও হয় না। আমাদের দূরত্বটা এখন আকাশ সমান। কিন্তু মন আজ বড্ড বেপরোয়া, তোমাকে এক পলক দেখার ইচ্ছে আমাকে ভীষণ রকমভাবে জাপটে ধরেছে। তবে এখন আর আমি মনের কথায় পাত্তা দেই না।
তোমার মনে কি আছে সেই সকল দিনের কথা? আমার ঠিক যখনই এই রকম অনুভব হতো। আমি তোমায় বলতাম " মনটা আমার ভীষণ ব্যাকুল তোমায় একপলক দেখার বড্ড ইচ্ছে"। তুমি সব ফেলে আমার সামনে একমুখ হাঁসি নিয়ে উপস্থিত হতে। আমি তখন তোমার চোখে চোখ রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইতাম। তোমারে এই ভাবে দেখতাম বলে তুমি মুচকি হেসে বলতে,"কি দেখ এমনি করে?"। আমি বলতাম "মৃত্যু পর্যন্ত যদি তোমায় দেখি, তবুও তোমায় দেখার ইচ্ছে শেষ হবে না।"
অথচ এখন সহস্র বছর পার হয়ে যাবে তবুও আমাদের আর কখনো দেখা হবে না, আর কখনো লাল গোলাপ হাতে নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে বলা হবে না আমি তোমাকে অনেকখানি ভালোবাসি।
কারন, তোমার ঠিকানা এখন সহস্র হাজার আলোকবর্ষ দূরে।। 🙂🥀
কলমে: নয়ন সরকার