হৃদয় আমার ও একদিন হইয়াছিল চূর্ণ। হারাইয়া ছিলাম নিজের সকল অস্তিত্ব। ভাঙিয়া পড়িয়াছিলাম হৃদয় ভাঙ্গার যাতনায়।যাহারে আমি চাইয়াছিলাম একান্ত নিজের করিয়া সেই মানুষটাই আমারে সর্ব প্রথম হৃদয় বিচূর্ণ হওয়ার স্বাদটা গ্রহনের সুযোগ করিয়া দিয়া ছিলো।
তবে এখন সময়ের আবর্তনে মুছিয়া গিয়াছে সেই সকল ক্ষতের দাগ গুলি। সময় ভুলাইয়া দিয়াছে সেই ভীষণ কষ্টে বুকের গভীরের লুকিয়ে রাখা উপচাইয়া পড়া বোবা কান্না গুলি। ভুলাইয়া দিয়াছে জলন্ত সিগারেট হাতে লইয়া রাইতের পর রাইত তোমারে লইয়া ভাইবা যাওয়া আমার নির্ঘুম রাত্রি গুলি। তবে এখন আমি আর তোমারে লইয়া ভাবি না। ভাসি না আর তোমারে লইয়া অলিক কল্পনায়।পার করি না আর তোমারে ভাইবা সেই নির্ঘুম রাত্রি গুলি।
তবে এখন আমি নিজেরে নতুন করিয়া ভালোবাসিতে শিখিয়াছি । নিজেরে লইয়াই ভাসি এখন অলিক কল্পনায়। আর হারাইয়া যাই তোমার বাঁধন ভাঙ্গিয়া দূরের কোনো এক অজানার ঠিকানায়।এখন আমি শুধুমাত্র একান্তই আমার।
তবে আমি তোমারই কাছে অনেকখানি কৃতজ্ঞ আবার তোমারে অনেকখানি ধন্যবাদ ও জানাইবার চাই। কারন তুমি আমারে নতুন করিয়া আবিষ্কারে সাহায্য করিয়াছো। শিখিয়াছো আমারে নতুন ভাবে বাঁচিতে।।